টাঙ্গাইলের দেলদুয়ারে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে মসজিদের ইমাম ও খতিবদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদের ইমাম, খতিবদের সাথে মত বিনিময় ও ৪শত ৭০জনের মাঝে নগদ টাকা ও একটি করে ছাতা ঈদ উপহার হিসেবে দেয়া হয়। মকবুল হোসেন ফাউন্ডেশনের সভাপতি মজিবুল ইসলাম পান্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু।
আরো বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারহানা আলী, দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধা, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহম্মদ আলী প্রমুখ।