টাঙ্গাইলের দেলদুয়ারে এক মঞ্চে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৩ হ্যাভিওয়েট নেতার অবস্থান। বিষয়টি নিয়ে উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, এতে রাজনৈতিক জল্পনা কল্পনা’র নতুন মেরুকরণ শুরু হয়েছে বলে মনে করছেন অনেকে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা ভাবছেন আগামী সংসদ নির্বাচনে কে পাচ্ছেন নৌকার টিকেট। মঙ্গলবার উপজেলার লাউহাটী ইউনিয়নের লাউহাটী ইউনিয়ন আওয়ামীলীগ অফিস প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাসমত আলী খানের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সমবেত হন তারা।
উল্লেখ্য ২৪ জানুয়ারী পাগলা মহিষের ভিডিও ধারনের সময় ওই মহিষের আক্রমনে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা জান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাসমত আলী খান। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে ও দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জেলা পরিষদ সদস্য মো. মোশারফ হোসেন মোর্শেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, অপর মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু সেটেলাইট কোম্পানী লিমিটেডের পরিচালক ব্যরিষ্টার রেজা-ই রাকিব, যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য মোঃ খুরশিদ আলম বাবুল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন এম. শিবলী সাদিক প্রমূখ।