টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা জাতীয়পার্টির আয়োজনে ইফতার মাহফিল-২৩ইং ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো. সবদের আলী মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা সম্পাদক আব্দুল আওয়াল তালুকদার।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত উপজেলা কার্যকরী কমিটি’র নেতাদের পরিচয় করিযে দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুনুর রহিম সুমন।
এ সময় উপজেলা সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া, হাজী আবুল হোসেন, মোঃ নূর আলী, যুগ্ম সম্পাদক মো. সোবহান আলী মির, মোঃ ফারুক তালুকদার, মোঃ লাল মাহমুদ লালু, সাংগঠনিক সম্পাদক মোঃ কায়কোবাদ মিলন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন আবির, মো. সুলতান রহমান সুমন, অর্থ সম্পাদক মো. মোন্তাজ মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।