টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেএসডি’র উপজেলা কার্যলয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য বেগম তানিয়া রব। উপজেলা কমিটির সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকির সঞ্জালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জেএডি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা দিপা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, জেলা কমিটির সাধারণ সম্পাদক শফীউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মফিজুর রহমান প্রমুখ। সভায় বক্তারা শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষের অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে “অংশীদারিত্বের গণতন্ত্র” বাস্তবায়নের লক্ষে করণীয় বিষয়াদি তুলে ধরে বক্তব্য রাখেন।