টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি’তে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অনন্ত ১০ জন।
রবিবার বেলা ১২ টার দিকে উপজেলার লাউহাটি ও হেরন্ড পাড়ার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বাজারের বিভিন্ন দোকানে হামলা চালায় তারা।
জানা যায় গত শুক্রবার লাউহাটি এম. আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে দুই দিন ধরে দু গ্রুপের মধ্যে মতপার্থক্য চলছিল, এ মতপার্থক্য’কে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। অপরদিকে এ ঘটনার সংবাদ সংগ্রহ করে ফেরার পথে গ্লোবাল টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি নাজমুল ইসলাম লাঞ্ছিত হয়।
এবিষয়ে সাংবাদিক নাজমুল হাসান জানায়, সংবাদ সংগ্রহ করে ফেরার সময় জুলহাস নামের এক বখাটে ধারালো দা হাতে আমার মোটরসাইকেলের গতি রোধ কর, এসময় ওই বখাটে জুলহাস আমার ওপর চড়াও হয় এবং মারতে আসে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা জানায়, ঘটনাটি আমি শুনেছি দুই পক্ষের অভিযোগ শুনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।