প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৫:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৩, ১২:৩৩ পি.এম
দেলদুয়ারে নৌকার পক্ষে জনমত সৃষ্টি করতে উইলিয়ামের মতবিনিময় সভা
বৃহস্পতিবার উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল চৌ রাস্তা মোড়ে প্রায় শতাধিক নেতা কর্মীর সঙ্গে তিনি নির্বাচন প্রাসঙ্গিক এ মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন আমি এর আগেও ২ বার নৌকার মনোনয়ন চেয়েছি। দ্বাদশ সংসদ নির্বাচনেও মনোনয়ন চাইবো। নেত্রী যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে নৌকা আমাকে দিবেন। আমি মনোনয়ন না পেলেও নৌকার হয়েই কাজ করে যাবো। আপনাদের সঙ্গে নিয়েই দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে বিজয়ী করবো। এ সময় সরকারি সা’দত কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ কবির, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শরিফুজ্জামান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জামিলুর রহমান বাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি মো. তুফায়েল হোসেন লিটু প্রমূখ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.