টাঙ্গাইলের দেলদুয়ার, নাগরপুর ও মির্জাপুর উপজেলার ২ টি করে ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলা করার প্রতিবাদে বৃহস্পতিবার দেলদুয়ারের এলাচিপুর চরপারা বাজারে বিশাল এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফাজিলহাটী ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নেতৃত্বে মানব বন্ধনে ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে শত শত নারী পুরুষ অংশ গ্রহন করেন। পরে পুটিয়াজানী বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, ফাজিলহাটী ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ছবদের আলী ও ফাজিলহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার শহীদ প্রমুখ।
উল্লেখ্য যে, দেলদুয়ারের ফাজিলহাটী, লাউহাটী, নাগরপুরের মোকনা, পাকুটিয়া, মির্জাপুরের বানাইল ও আনাইতারা ইউনিয়ন নিয়ে নতুন ধলেশ্বরী উপজেলা করার প্রস্তাবের বিরুদ্ধে তিন উপজেলার জনগনই প্রতিবাদ করে আসছে।