টাঙ্গাইলের দেলদুয়ারে ভূইমি সেবা সপ্তাহ-২০২৪ এর সেবা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে নাম খারিজ সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ১০ জন সেবা প্রত্যাশিকে সেবা প্রদান করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টায় উপজেলা ভূমি অফিসে এ সেবা প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাকিলা পারভীন।
এ সময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাবলু, সদর ইউপি চেয়ারম্যান মাসুদুজ্জামান খান, উপজেলা আ’লীগ সহ সভাপতি এস প্রতাপ মুকুল, শিক্ষকবৃন্দ, সুধীজন বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।