টাঙ্গাইলের দেলদুয়ারে মুক্তিযোদ্ধার সন্তানকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের দুল্লা বাজারের উত্তর পাশে কুমেরপাড় একটি কোচিং সেন্টারের আঙিনায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় শনিবার দেলদুয়ার থানায় ৩ যুবককে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। মামলার এজাহার ও ওই নারীর মৌখিক বর্ণনায় জানা যায়, ভুয়াপুর উপজেলার বীর-মুক্তিযোদ্ধা মোঃ আছিম উদ্দিনের মেয়ে ও দেলদুয়ার উপজেলার দুল্লা রামদেব গ্রামের মোঃ দেলোয়ার মিয়ার স্ত্রী সালমা বেগম (৩৫) পাইকপাড়া এটিএম টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার দিন সালমা তার কর্মস্থল থেকে বাড়ি আসার পথে উপরোল্লিখিত স্থানে পৌছলে দুল্লা রামদেব গ্রামে জুরান খানের ছেলে কালাম (৩৬), একই গ্রামের জুনাব আলি মিয়ার ছেলে রাজ্জাক মিয়া (৩৫) এবং জাঙ্গালিয়া গ্রামের শামসু খানের ছেলে সেলিম খান (৪৫) তাকে ঝাপটে ধরে বাঁশঝারের আড়ালে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। অনেক ধস্তা-ধস্তির পর তাদের কবল থেকে মুক্ত হয়ে সালমা দৌড়ে পাশের এক বাড়িতে গিয়ে উঠেন। পরে বাড়ি এসে তার স্বামীকে ঘটনা খুলে বলে। পরের দিন স্থানীয় ইউপি সদস্য টনিক খান ও এলাকার মাতব্বরদের নিকট বিচার প্রার্থণা করেন ভুক্তভোগী সালমা। টনিক খান জানান, ওই নারী আমার নিকট এসে ঘটনার বিস্তারিত জানিয়েছিল। আমি তাকে সামাজিক ভাবে বসে সুষ্ঠ সমাধানের আশ্বাস দিয়েছিলাম। কিন্তু তার আগেই সে থানায় মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।