টাঙ্গাইলের দেলদুয়ারে মা ও ২শিশু সন্তানসহ চাঞ্চল্যকর রোমহর্ষক ৩খুনের ঘটনা ঘটেছে । যদিও প্রথমদিকে ঘটনাটিকে আত্মহত্যা বলে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করে একটি মহল। পরে চৌকস ও দক্ষ অপরাধ সনাক্তকারী দলের (ক্রাইম সিন টিম) অধিকতর নিবিড় পর্যবেক্ষণে বেরিয়ে আসে ঘটনাটি আত্মহত্যা নয় বরং এটি হত্যাকান্ড। মুশফিকুর রহমান (৮) ও মাশরাফি (২) কে ঘাড় মটকিয়ে হত্যা করার বিষয়টি উঠে আসে পুলিশের সুরত হাল প্রতিবেদনে। দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা এমন তথ্যই জানিয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেওলী ইউনিয়নের চকতৈল গ্রামে, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমানের ছেলে শাহেদের বসতঘরে তার স্ত্রী (শাহেদের) মনিরা খাতুনের (৩০) ঝুলন্ত লাশ ও খাটের উপর তার ২ ছেলে মুশফিকুর রহমান ও মাশরাফির লাশ পড়ে থাকার খবরে স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া থানা পুলিশকে অবহিত করেন। পরে রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মনিরার ভাই আল আমিন জানান, আমার বোন ও ২ ভাগ্নেকে শাহেদ হত্যা করে পালিয়ে গেছে। শাহেদ এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। শাহেদ সহ ৩জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছি।
থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা জানান, প্রাথমিক সুরতহালে ২শিশুকে ঘাড় মটকানো অবস্থায় পাওয়া গেছে। রোববার সকালে ২শিশু সন্তান ও মা সহ ৩টি লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের খবরে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শরফুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ভোক্তভূগী পরিবারকে সমবেদনা জানান ও তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ব্যাপারে আশ্বস্ত করেন।