টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের চন্ডি গ্রামের মোঃ আজিম ব্যাপারীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৮) নামের এক মাদকাসক্তকে ভ্রাম্যমান আদালত ৬মাসের কারাদন্ড ও আর্থিক দন্ড প্রদান করেছেন।
শনিবার বেলা পৌন ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদকাসক্তের নিজ বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সুচি রাণী সাহা স্থানীয় থানা পুলিশের সহায়তায় তাকে আটক করে এ রায় ঘোষনা করেন।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তির মাদকাসক্তির বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন। পরে ভ্রাম্যমান আদালত কর্তৃক রায়ের ভিত্তিতে দণ্ডপ্রাপ্ত কে কারাগারে প্রেরণ করা হয়েছে।