টাঙ্গাইলের দেলদুয়ারে পুলিশের ইভটিজিং বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছেন দেলদুয়ার থানা পুলিশ। ৭জুন (মঙ্গলবার) সকালে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের সামনে ইভটিজিং বিরোধী ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তায় নিশ্চত করতে মটর সাইকেল বহর নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন বলেন, অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় টহলের মাধ্যমে আইন-শৃঙ্গলা পরিস্থিতি স্বাভাবিক ও ইভটিজিং মুক্ত উপজেলা গড়তে এ অভিযান অভ্যাহত থাকবে। তিনি আরও বলেন, আজ থেকে উপজেলায় ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করছি।