টাঙ্গাইলের ভুঞাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকেলে ভুঞাপুর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ফসলান্দি এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাছাই করে ত্যাগী নেতাদের মনোনয়ন দিবেন। সেক্ষেত্রে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ যোগ্য প্রার্থী। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদসহ বিভিন্ন কারণে তাকে কারাবরণ করতে হয়েছে মাসুদুল হক মাসুদকে। আওয়ামীলীগে তার অবদান অনেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, দেশে আওয়ামীলীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছেন।
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার পাশে থেকে নৌকায় ভোট দিতে হবে। সরকারের উন্নয়ন প্রচার করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুজ্জামান চকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, আওয়ামীলীগ নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন খোকা, নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাছেদ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান খান প্রমুখ।