মৌসুমি বায়ু সক্রিয় থাকা ও অমাবস্যার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার আরো একদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিসের কর্মকর্তা ড. আব্দুল মান্নান বলেন, কিছু সময়ের জন্য বৃষ্টি কমলেও তা বন্ধ হবে না। বৃষ্টিপাত ২৮ তারিখ পর্যন্ত থাকবে। নিম্নাচল প্লাবিত হতে পারে।
রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সমুদ্র উপকূল ও বন্দরের পূর্বের সতর্কতা অব্যাহত থাকবে।