ধশিস (ধনবাড়ী শিক্ষার্থী সংসদ) এর আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২ প্রিমিয়ার লীগের দ্বিতীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মহসিন হল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলার সাত ইউনিয়ন ও এক পৌরসভা নিয় মোট আটটি দল ধনবাড়ী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এ টুর্নামেন্টে অংশ নেয়।
টুর্নামেন্টে দলসমূহ হচ্ছে, ধনবাড়ী মিউনিসিপ্যাল ডাইনামাইটস (পৌরসভা), বীর ফাইটার্স (বীরতারা), ধোপাখালী ওয়ারিয়র্স, বলিভদ্র ব্রেভার্স, যদুনাথপুর এক্সট্রিম রয়্যালস, মারভেলাস মুশুদ্দি, দুরন্ত পাইস্কা ও বানিয়াজান রেঞ্জার্স।
টানা দুইদিন ব্যাপী বিজয়ীদের মধ্যেআজ শানিবার সমাপনীতে ফাইনাল খেলতে নামে ধোপাখালী ওয়ারিয়র্স ও বীর ফাইটার্স দল।
টসে জিতে ব্যাট করতে নেমে ধোপাখালী ওয়ারিয়র্স দল। তাঁরা ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করতে সক্ষম হয়। পরে বীর ফাইটার্স দল ব্যাট করতে নেমে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলেদেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, ডাঃ হাসান হাফিজুর রহমান, উপদেষ্টা রবিউল আলম শাহীন ,আব্দুল মান্নান, জাহিদ হাসান সুমন, মাহমুদুল হাসান টুটুল,সুখন মশিউর, সভাপতি মোঃ আসলাম, সংগঠনের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম রিফাইনুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা।