টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্যে দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্ববক অর্পণ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
উপলেজলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ হাজিফুর রহমান, উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন বিদ্যুত, ওসি মো. চান মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু প্রমূখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি দলের অঙ্গ সংগঠন অংশগ্রহণ করেন।