বৃহস্পতিবার বিকেলে কালিগঙ্গা নদীর খেয়া ঘাটের দক্ষিণ পাশে ডলফিনটি ধরা পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক কলেজ শিক্ষার্থী ডলফিনটি ধরা পড়ার পর তা কেটে বিক্রি করার বিষয়টি জানান।
বাচ্চা ডলফিনটি বড়শিতে আটকানোর পর তা ছেড়ে না দিয়ে কেটে বিক্রি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, বিষয়টি আমি একেবারেই জানতাম না। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি । ঘটনার সত্যতা প্রমাণিত হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।