সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
শনিবার (৭ নভেম্বর) সকালে নাগরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংঙ্গঠনের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য পর্যালোচনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ ছালাম এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আহাম্মদ আলী রানার সঞ্চালনায় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নেন যুগ্ম আহবায়ক মো. শরিফ উদ্দিন আরজু, এ্যাডভোকেট ইকবাল হোসেন খান, মো. হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের আহবায়ক মো. ফনির হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মীর খালিদ মাহাবুব রাসেল প্রমুখ।
এ সময় বক্তারা তরুন প্রজন্মের কাছে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের জন্য কাজ করে যেমন ভালোবাসায় সিক্ত হয়েছিলেন, ঠিক তেমনি আমাদের উচিত দেশ ও দেশের মানুষদের ভালোবেসে দেশের মানুষের মুখে হাসি ফোটানো। তাই আমাদের সু-সংগঠিত হয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় একসাথে কাজ করতে হবে।