টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল সেহড়াতৈল রোড নাটিয়াপাড়া বাজারে অবস্থিত স্টার একাডেমিক স্কুলের টিনশেটের জেনারেটর রুম/স্টোর রুমে ও গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে।
৮নভেম্বর সোমবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে স্টার একাডেমিক স্কুলের জেনারেটর রুম/স্টোর রুম ও পার্কিং গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ১টি জেনারেটর ও স্টোর রুমে থাকা মূলবান জিনিসপত্র পুড়ে গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আনুমানিক ক্ষতির পরিমান প্রায় ১২ /১৪ লক্ষ টাকা।
ঘটনার রাতে উক্ত বাজারের নিযুক্ত পাহারাদার মোঃ শাহজাহান মিয়া জানান, রাত আনুমানিক ১০টা ১৫মিঃ/১০টা ৩০টা মিনিটের মধ্যে আমি আমার কর্তব্য পালন কালে হঠাৎ স্টার একাডেমিক স্কুলের টিন শেটের জেনারেটর রুম/স্টোর রুম ও গ্যারেজে ধাউধাউ করে আগুন জ্বলতে দেখি এবং আমি আগুন! আগুন! বলে চিৎকার করি। আমার চিৎকার শুনে স্হানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পরে স্টার একাডেমিক স্কুলের চেয়ারম্যান, মোঃ রাশেদুল ইসলাম ফায়ার স্টেশনে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে টাঙ্গাইল ফায়ার সার্ভিস আগুন সম্পূর্ণরুপে নিয়ন্ত্রণ করে।
এম.এইচ/ডি