ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের তফসিলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ভোটগ্রহণের তারিখ ঠিক থাকলেও কয়েকটি সূচি পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় পঞ্চম ধাপের ইউপি ভোটের পুনঃতফসিল করা হয়।
পুনঃতফসিলে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ ডিসেম্বর, যা আগে ছিল ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর, যা আগে ছিল ৯ ডিসেম্বর, এবং ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, যা আগে ছিল ১৫ ডিসেম্বর।
এছাড়া পূর্বঘোষিত সময় অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।