পরিচালক রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে। এ তথ্য নিশ্চিত করেছে ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
শুক্রবার (১৪ জুলাই) রাতে নিজেদের ফেসবুক পেজে তারা জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পাবে বাংলাদেশের ব্যবসাসফল এ সিনেমাটি।
শ্রী ভেঙ্কটেশ ফিল্ম-এর ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়, অপেক্ষা শেষ হচ্ছে! বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর আগামী ২১ জুলাই ‘সুড়ঙ্গ’ পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
এদিকে পরিচালক রায়হান রাফি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাফটা চুক্তির আওতায় সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে না; বরং সাফটা চুক্তি ছাড়াই তাদের আগ্রহের সৃষ্টি হয়েছে সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি দেয়ার জন্য।
পরিচালক রাফি মনে করেন, বাংলাদেশের সিনেমার জন্য এ বিষয়টি অনেক বড় এবং গৌরবের। আগামী ২১ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে আলফা আই স্টুডিও লিমিটেড ও চরকি প্রযোজিত সিনেমা ‘সুড়ঙ্গ’।
সূত্র: সময় টিভি