পাকিস্তানি গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক পঙ্গপালের আক্রমণ ঘটেছে।
এতে ব্যাপক ফসলহানির শিকার হচ্ছেন যেসব দরিদ্র কৃষক তাদের জন্য সরকারের প্রকল্প অনুমোদন করেছে যেখানে পঙ্গপাল ধরে কৃষকরা সরকারের কাছে বিক্রি করতে পারবেন। আর সেই পঙ্গপাল ব্যবহার করা হবে মুরগির খাবার হিসেবে।
সেখানকার আলী শের নামে এক কৃষক জানান, পঙ্গপালের হামলা যখন শুরু হল তখন আমরা খেতে কাজ করছিলাম। কি হচ্ছে তা দেখার জন্য সবাই বাইরে বেরিয়ে এলো। হাড়ি পাতিল বাজিয়ে পঙ্গপাল তাড়ানোর ব্যবস্থা করতে হলো। কিন্তু তাতে কোন কাজ হলো না।
পঙ্গপালের হামলায় মানুষের জীবিকা ধ্বংস হয়ে যেতে পারে। সেজন্য পাকিস্তানের সরকার কৃষকদের সাহায্যে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে।
এমন প্রশ্নের জবাবে ঐ কৃষক বলেন, স্ত্রী এবং ছেলে পতঙ্গ গুলো সংগ্রহ করেছে। আর আমি সেগুলো সরকারি কর্মকর্তাদের কাছে বিক্রি করেছি। প্রতি কেজির জন্য তারা আমাকে দিয়েছে ২০রুপি করে। আমাদের অনেক লোকসান হয়েছে। পোকা বিক্রি করে আমি ৫,০০০ রুপি পেয়েছি। কিন্তু আমার ফসলের ক্ষতি হয়েছে ২ লক্ষ রুপি।
কৃষকরা এ পর্যন্ত ২৮ জন গোপাল ধরেছে। এরপর পতঙ্গ গুলো চালান করা হয় মুরগির খামারে।
বিভাগীয় বন কর্মকর্তা গহর মুস্তাক বলেন, দিনের বেলা গরম বাড়লে পোকাগুলো উঠতে শুরু করে। তখন তাদের ধরা সহজ না।
পঙ্গপাল দিনে ১৫০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে। কিন্তু সকালের দিকে এরা নির্জীবের মতো পড়ে থাকে। তখন আপনি সহজেই এগুলোকে ধরতে পারবেন।
কৃষক গুলজার আহমেদ বলেন, পঙ্গপাল ধরা খুব কঠিন না। কিন্তু জঙ্গলে তো সাপখোপ থাকে। কিছুটা ভয় পেয়েছি। কিন্তু তারপরও আমরা এগুলো ধরতে পেরেছি। এ ছাড়া কোন উপায় ছিল না। পঙ্গপাল আমাদের সব ফসল ধ্বংস করে দিয়েছিল। তাই বেঁচে থাকার জন্য আমাদের এই কাজ করতে হয়।
কিন্তু কিছু কৃষক একেবারেই কিছু পায়নি।
আরেক কৃষক মোঃ তারেক বলেন, অন্য সবার মত আমিও পঙ্গপাল ধরেছিলাম। কিন্তু জানতাম না যে এগুলো বিক্রি করা যায়। তাই ছেড়ে দিয়েছিলাম। আগে জানতে পারলে ট্রাক বোঝাই করে পঙ্গপাল বিক্রি করতে পারতাম। একসময় এগুলো ছিল অসংখ্য। সব জায়গায় এগুলোকে দেখা যেত।