উজান থেকে নেমে পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা ভারি বর্ষণে টাঙ্গাইলের যমুনা নদীতে আশঙ্কাজনক হারে পানি বৃদ্ধি পেলেও গত দু’দিন ধরে পানি কমতে শুরু করছে। এছাড়া জেলার বেশ কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বেশি ভাগই নদীর পানি কমছে। তবে, দফায় দফায় পানি বাড়ায় নিম্নাঞ্চলের কিছু কিছু এলাকায় ধানের বীজতলা তলিয়ে নষ্ট হওয়ার উপদ্রব দেখা দিয়েছে। ফলে ধানের চারা রোপনে দুশ্চিন্তা ও শঙ্কায় কৃষকরা।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৯ টা থেকে শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলের ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৫ সেন্টিমিটার কমছে। এরআগে ১১ দশমিক ৫৫ সেন্টিমিটার ছিল। যা এখনো বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১ সেন্টিমিটার কমেছে, বংশাই নদীর পানি কাউলজানী ও মির্জাপুর পয়েন্টে ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, ফটিকজানী নদীর পানি নলচাপা পয়েন্টে ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বংশাই নদীর মধুপুর পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি কমেছে।
এসব নদ-নদীর পানি বৃদ্ধির কারণে জেলার ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর, নাগরপুর ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। এরফলে ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হচ্ছে। দিশেহারা হয়ে পড়ছে শতশত নদীপাড়ের ভাঙন কবলিত মানুষ। এছাড়াও নিম্নাঞ্চলে পানি প্রবেশের ফলে ধানের চারা রোপনে কৃষকদের মাঝে পানি বৃদ্ধির শঙ্কা কাটেনি।
চলতি মৌসুমে রোপা আমন আবাদ নিয়ে দুশ্চিন্তা ও শঙ্কায় পড়া জেলার ভূঞাপুর উপজেলার কয়েড়া গ্রামের কৃষক রহিম, মজিবুর ও মীরবক্স মিয়া বলেন, দফায় দফায় যমুনা নদীর পানি বৃদ্ধি ও ভারি বৃষ্টির কারণে নিঁচু জমিতে পানি প্রবেশ করছে। কিছু কিছু ধানের বীজতলা তলিয়ে পচে নষ্ট হওয়ার উপদ্রপ দেখা দিয়েছে।
টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো: নুরুল ইসলাম বলেন, চলতি রোপা আমন মৌসুমে চাষাবাদে এখনো কোনো ধরণের বন্যা প্রভাব ফেলেনি। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় আগাম জাতের আউশ ধান ৮০ ভাগের বেশি কর্তন করা হয়েছে। তবে, অতিরিক্ত পানি বৃদ্ধি পেলে নিম্নাঞ্চলে আবাদি জমির রোপা আমন ধানের বীজতলা, রোপন করা ধানের চারা ও শাক-সবজির ক্ষতির সম্ভাবনা রয়েছে।