টাঙ্গাইলের বাসাইল উপজেলার একঝাকঁ তরুন, মেধাবী ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব বাসাইলের উদ্যোগে ইফতার মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সিনিয়র সদস্য মনির হোসেনের সঞ্চালনায় সভাপতি সাইদুল ইসলাম সাঈমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আলম খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব (আর্থিক বিভাগ) আমিন শরীফ সুপন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. বদিউজ্জামান খান পিন্টু,কবি নজরুল বিশ্ববিদ্যালের অধ্যাপক আব্দুল আলিম, সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, গোপালগঞ্জ জেলা এডিসি জোবায়ের আহমেদ, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, সংগঠনের সাধারন সম্পাদক মাহমুদা প্রমুখ ।
বাসাইল উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনটির প্রায় দুইশতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন ড. বদিউজ্জামান খান পিন্টু।