যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বৈশ্বিক অনলাইন পেমেন্ট সিস্টেম পেপ্যালে লেনাদেনের মূদ্রার তালিকায় যুক্ত হলো বিটকয়েন। শুধু বিটকয়েনই না; ইথেরিয়াম, লাইটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মূদ্রাকেও পেমেন্ট গেটওয়েতে যুক্ত করেছে পেপ্যাল।
যুক্তরাষ্ট্রে কেনাকাটার সুযোগ-সেবা চালুর ঠিক আগেই পেপ্যালের এই যুগন্তকারী ঘোষণা এলো। আগামী সপ্তাহ থেকে নতুন এই সেবা চালু হবে।
যেসব সেলার বা সেবাদাতা প্রতিষ্ঠান কিংবা দোকান পেপ্যালে মূল্য পরিশোধের সুযোগ চালু রেখেছে, তাদের সংখ্যা ২৬ মিলিয়ন। ক্রিপ্টোকারেন্সির অনুমতি দেওয়ার ফলে পেপ্যালের মাধ্যমে এখন ক্রেতা বা সেবাগ্রহিতারা সেসব সেলারদেরকে ভার্চুয়াল এই মূদ্রার মাধ্যমে পেমেন্ট দিতে পারবে। পেপ্যাল ডিজিটাল ওয়ালেট সেবার মাধ্যমে এ ধরনের মূদ্রায় লেনাদেন করা যাবে।
এদিকে, স্কয়ার’স ক্যাশ ও রিভোল্টের মতো অন্যান্য পেমেন্ট সিস্টেমও ইতোমধ্যে ক্রিপ্টোকারেন্সিকে পেমেন্ট প্রক্রিয়ায় মূদ্রা হিসেবে যুক্ত করেছে নিজেদের সিস্টেমে।