রাজশাহী বিএনপির সভাপতি কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।
আজ সোমবার (২২ মে) বিকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ ও সাধারণ সম্পাদক মির্জা রাজিক এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডঃ জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহে)।
এতে উপস্থিত ছিলেন, পৌর মেয়র <span;>আব্দুর রহিম, আহমেদ,<span;> উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, আজাদ খানশুর, আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, সদর ইউনিয়ন আঃলীগের সভাপতি গৌরাঙ্গ সূত্রধর, সম্পাদক জুলহাস উদ্দিনসহ অঙ্গ সংগঠন।
এসময় বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তিদাবী করেন।
এরআগে গত শুক্রবার (১৯ মে) রাজশাহীতে বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপির ওই নেতা।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.