ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। নজরকাড়া গ্ল্যামার আর অভিনয়গুণে অল্প সময়ে চলচ্চিত্রে জনপ্রিয় হয়ে উঠেন তিনি। সম্প্রতি সরকারি অনুদানের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিং সম্পন্ন করেন। এবার ‘প্রীতিলতা’ নামে নতুন সিনেমায় নাম লেখালেন পরীমনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি পরিচালনা করবেন রাশিদ পলাশ।
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। ২০১৬ সালে তাকে নিয়ে ‘প্রীতিলতা’ সিনেমা নির্মাণের ঘোষণা করা হয়। তবে নাম ভূমিকায় কে অভিনয় করবেন তা চূড়ান্ত ছিল না। অবশেষে এই বীরকন্যার প্রয়াণ দিবসে (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় চরিত্র রূপায়নকারী শিল্পী পরীমনির নাম ঘোষণা করা হয়।
প্রীতিলতাকে নিয়ে নির্মিত্য এই ছবিটির চিত্রনাট্য ও সংলাপ তৈরী করেছেন গীতিকার ও সাংবাদিক গোলাম রাব্বানী।
ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়ে সফলভাবে সে দায়িত্ব পালন করেন প্রীতিলতা। এদিন রাত ১২টা অতিক্রম হয়ে ঘড়ির কাঁটা ২৪ সেপ্টেম্বরে প্রবেশ করার অল্প কিছুক্ষণ পরেই আত্মাহুতি দিয়ে অমরত্ব লাভ করেন।