ফেইসবুক
তরুন আহমেদ
এক খানা চিঠি লিখে বসে বসে পার্কে,
গতকাল পাঠিয়েছি জু-জুকারবার্কে।
পার্কে তে যত লোক কারও মুখে ভাষা নাই,
বুঝলাম এই জাতি নিয়ে কোনো আশা নাই।
ভাষা নাই মুখে কারও, ভাষা গেছে হস্তে,
হাত দিয়ে বলিতেছে হাতে থাকা অস্ত্রে।
বলিতেছে হাসিতেছে,অবাক এক কান্ড,
অস্ত্রটা তবে কী? বিনোদন ভান্ড?
অস্ত্রের ‘ফেসবুকে’ খাইতেছে হুমরি –
জগতের যত আছে ভোম্ রা ও ভোম্ রি!
মানুষের ‘ সময়ের’ বিশাল এক অংশ,
এই শালা বার্কের ফেসবুকে ধ্বংস!
এইবার বলে ফেলি, কি লিখেছি শালাকে!
চিঠি কোথা? গালি দিয়ে কলিজার জ্বালাকে –
ভাই তোর তুলনায় হিটলার কিছু রে?
সারা পৃথিবীর লোক আজ তোর পিছু রে,
তুই বড় খেলারাম এ কি খেলা খেল্লি?
পুরা পৃথিবীর লোক যাদু করে ফেল্লি?
ফেসবুকে জনগন উড়িতেছে, উড়বে,
মনে হয় থামিবে না কিয়ামত পূর্বে ।
তোর মতো ত্যান্দর দুনিয়াতে ভাই রে,
আল্লার কিরা! আর একটাও নাই রে!
ফেসবুক ভালো নাকি ফেসবুক মন্দ?
আছে মেলা মতভেদ, আছে মেলা দ্বন্ধ –
সুবিধার চেয়ে আছে অসুবিধা মেলা রে,
চলিতেছে ফেইসবুকে নানাবিধ খেলা রে।
প্রয়োজন নাই কোনো যুক্তি বা তর্কের
গরু- ছাগলের নারে, হাট সম্পর্কের।
কে লাইক দিলো আর কে লাইক দিলো না,
ফেসবুক আসার আগে এই প্যাঁচ ছিলো না।
ফেসবুক নামের এই হিংসার বাক্সে,
গালাগালি, কালাকালি অহরহ লাগছে ।
কারও ফ্রেন্ড কেউ নেয় চুপি চুপি ভাগায়া
কেউ ঝুঁকে কারও দিকে তলে তলে চাগায়া।
টানা টানা ফিগারের সুড়সুড়ি কাপড়ে-
যার রূপ দেখে তুমি পড়েছিলে ফাঁপরে!
পরিশেষে দেখা গেল পুরাটাই ছলনা –
ভ্যাগাবন্ড পোলা তিনি,কই পেলে ললনা?
এই গোল পৃথিবীর কত বউ, কত বোন,
তোর পিছে মৌমাছি! ভন ভন ভন ভন!
হ্যামিলনী বংশীতে বিস্ময়ী লয় করে,
এই গোল পৃথিবীর পরিধিকে জয় করে।
দিতেছিস মানুষের আয়ূখানা ক্ষয় করে,
এইভাবে চলে যদি খুব, খুব ভয় করে।
ফেসবুকে এইরূপ নানা অনাসৃষ্টি!
কি বললে? তারপরও ফেসবুক মিষ্টি?
তবে তুমি বার্ককে বলো গিয়া দুলাভাই!
আমি চাই ‘ সোনা’ দিতে তুমি চাও মূলা ভাই!