সিরাজগঞ্জে যাএীবাহী বাস থেকে ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।ওই নারীর নাম রিপা বেগম (২৬)। তিনি চাপাই নবাবগঞ্জ জেলার শিবপুর উপজেলার বাবলাবোনা গ্রামের আবুল কালামের স্ত্রী।
শনিবার রাত ৩টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। তারা সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল চড়িয়া কালিবাড়ির ০১ নং ব্রিজের পূর্ব পাশে হাইওয়ে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাএীবাহী বাস সোনিয়া এন্টার প্রাইজ (ঢাকা মেট্রো-ব-১১-৩৭০১) এ তল্লাশী চালিয়ে ৯২ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল সেট ও একটি সিমসহ রিপা বেগমকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।