বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকলে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে প্রতিরোধ সমাবেশে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শাহনাজ সুলতানা, উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম হাসান তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম, পল্লী বিদ্যুতের ডিজিএম রফিকুল ইসলাম, ওসি তদন্ত সৈকত হাসান, ধনবাড়ী সকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আক্তারুজ্জামান খান, শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে ধনবাড়ী থানা পুলিশ ,ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপি, ধনবাড়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, যার কারণে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি তার ভাস্কর্য ভাংচুরের কারণে তীব্র প্রতিবাদ জানাই। বঙ্গবন্ধুর কন্যা আমাদের দেশকে উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই সময়ই দুষ্কৃতিকারীরা উন্নয়নের ধারা বাধাগ্রস্ত ও দেশের সুনাম অক্ষুন্ন করতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে। অভিযুক্তদের সবের্বাচ বিচার দাবী করছি।