টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে দোয়া, আলোচনা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয় পাঙ্গনে বাসাইল সদর ইউনিয়ন আওয়ামীলীগ, সকল সহযোগী অঙ্গসংগঠন ও তৃণমূল নেতৃবৃন্দের উপস্থিতে দোয়া, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয় ।
বাসাইল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু গৌরাঙ্গ সূত্রধর এর সভাপতিত্বে আলোচনা, দোয়া ও গণভোজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, থানার ওসি মুস্তাফিজুর রহমান, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল সহ স্থানীয় নেতাকর্মী এসময় উপস্থিত ছিলো।
অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন।