ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর উপর পরপর দুইবার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে যানবাহন ক্ষতিগ্রস্থ হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া সেতুতে যানচলাচল বিঘ্ন সৃষ্টি হওয়ায় মঙ্গলবার মধ্যরাতে দুই ঘন্টা ও ভোর ৫টা হতে সকাল সাড়ে ৬টা পর্যন্ত সেতুর টোল আদায় বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। ফলে দুই পাড়ে সময় সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে এক ট্রাকের পিছনে অপর ট্রাকের ধাক্কা লাগে। এরপর রাত আড়াইটার দিকে সেতুর ১১নং পিলারের কাছে একটি ট্রাকে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ দুইটি ঘটনায় যানগুলো ক্ষতিগ্রস্থ হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে কুয়াশার কারণে জনসচেতনতার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেতু কর্তৃপক্ষ। সেখানে যানবাহনের মালিক, শ্রমিক ও চালকদের অবহিত করতে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে সেতু এলাকায় স্থাপিত আবহাওয়া পরিমাপক যন্ত্রের দৃষ্টিসীমা ৪০ মিটারের কম প্রদর্শন করার সাথে সাথে সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। এছাড়া কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক দিয়ে যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে সেতুর উপর দুর্ঘটনার খবর জানা গেছে। এছাড়া মধ্যরাতে সেতুতে টোল আদায় বন্ধ ছিল।