বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। সাবেক এই সাংসদের অনুমতি নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে পাণ্ডুলিপির কাজ। ছবিটি নির্মাণ করছেন মামুন খান। তবে নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানালেন নির্মাতা।
তিনি বললেন, ‘মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভূমিকা অনস্বীকার্য। আমাদের দেশের জন্য তার অবদানগুলোও উঠে আসবে সেলুলয়েড পর্দায়। ইতোমধ্যে কাদের সিদ্দিকীর কাছ থেকে অনুমতি নিয়েই পাণ্ডুলিপির কাজ শুরু করেছি। করোনার কারণে কাজগুলো ধীরগতিতে এগুচ্ছে। আশা করছি দ্রুত আমরা শুটিংয়ে যেতে পারবো।’
ছবিটি নির্মাণের উদ্দেশ্য নিয়ে এই নির্মাতা আরও বলেন, ‘কাদের সিদ্দিকী জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন। তিনি সত্যিকারের একজন নায়ক। বর্তমান প্রজন্মের কাছে সে বিষয়গুলো তুলে ধরতেই ছবিটি নির্মাণ করা হচ্ছে। ছবির নাম ও অভিনয় শিল্পীদের তালিকা এখনও চূড়ান্ত করা হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে সবাইকে জানানো হবে।’
জানা গেছে, ছবিটি প্রযোজনা করছে ড্রিম মেকার ক্রিয়েটিভ স্টেশন। আগামী বছরের শুরুর দিকে এটির নির্মাণ শেষ হবে বলে জানান নির্মাতা।
তথ্য ও সুত্র: বাংলা ট্রিবিউন