টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ও কাকুয়া ইউনিয়ন, বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ৫০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী যুবলীগ।
মঙ্গলবার(১১ আগস্ট) দুপুরে কাতুলি ও কাকুয়া ইউনিয়নে পানি বন্দি দুঃস্থ পরিবারের মাঝে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যােগে ও টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের ব্যবস্থাপনায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর সংসদ সদস্য মাে. ছানােয়ার হােসেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারুক হােসেন মানিক, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন।