যথাযোগ্য মর্যাদায় বাতিঘর আদর্শ পাঠাগারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি সূচনা হয়। এরপর সদর উপজেলার চৌরাকররা গ্রামে 'বাতিঘর আদর্শ পাঠাগার' প্রাঙ্গণে আলোচনা সভা ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন শহীদ জিয়া মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আলী রেজা। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের লাইব্রেরিয়ান হাবিবুর রহমান, পাঠাগারের সদস্য মনসুর হেলাল, সাজ্জাদ হোসেন, হালিমুজ্জামান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.