মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে স্বাগতিক বার্সেলোনাকে ১-৩ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫ মিনিটের মাথায় গোল খেয়ে শেষ পর্যন্ত আর দাঁড়াতে পারিনি বার্সা।
শনিবার রাত ৮ টায় শুরু হওয়া ন্যু ক্যাম্পে শুরুতেই আক্রমণ ও পাল্টা আক্রমণে ১-১ গোলে প্রথমার্ধ শেষ হলেও জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ৫ মিনিটের মাথায় করিম বেনজেমার পাস থেকে বল পেয়ে দারুণ এক প্লেসিং শটে গোল করেন রিয়াল মাদ্রিদের ফেডেরিকো ভালভার্দে।
এরপর তিন মিনিট পরই, ৮ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে লেফট উইংয়ে বল ভেসে আসলে নাচোকে পেছনে ফেলে নিয়ন্ত্রণ নেন জর্দি আলবা। বলটাকে টেনে নিয়ে বক্সের মাঝ বরাবর ক্রস করেন তিনি। দ্রুত এগিয়ে আসা আনসু ফাতি পা ঠেকিয়ে সেটিকে জড়িয়ে দেন রিয়ালের জালে।
এরপর আক্রমণ-পাল্ট আক্রমণে ৬৩ মিনিটে রিয়ালকে পেনাল্টি থেকে এগিয়ে দেন রামোস।
খেলার শেষ মুহূর্তে অর্থাৎ ৯০ মিনিটে জয়ের ব্যবধান বাড়ান লুকা মডরিক। শেষ পর্যন্ত ১-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।