টাঙ্গাইলের বাসাইল উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার(৯ আগস্ট) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসাইল উপজেলাসহ সারাদেশের ১২৩ টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন ।
এ উপলক্ষে বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৫ উপকারভোগী পরিবারের হাতে ভূমি ও ঘরের দলিল হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,পৌর মেয়র রাহাত হাসান টিপু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান,বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল’সহ প্রমুখ।
চতুর্থ ধাপের ১৫টি পরিবারসহ এ উপজেলায় মোট ১১০ ভূমি ও গৃহহীন পরিবারকে ঘরসহ জমি হস্তান্তর করা হয়েছে।