টাঙ্গাইলের বাসাইলে শামছুল হুদা কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ শাহাদত হোসেন খান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাসাইল কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির উদ্যোগে বাসাইল শহীদ ক্যাডেট স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বাসাইল কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, বাসাইল লোটাস ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শফিকুল ইসলাম লোটাস, বাসাইল শহীদ ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর বিন জাফর, স্বাধীন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক আরিফ খান স্বাধীন, শহীদ ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুর রহমান সিদ্দিকী, প্রভারুণ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাঃ আব্দুল মান্নান, রাইজিংসান প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক লতিফুর রহমান লাবু প্রমুখ। অনুষ্ঠানে তারা শাহাদত হোসেন খানের স্মৃতিচারণ করেন।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।