টাঙ্গাইলের বাসাইলে আইএফআইসি ব্যাংকের “প্রতিবেশী উৎসব’ অনুষ্ঠিত হয়েছে । বাসাইল উপশাখার উদ্যোগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে থানা রোডের আই এফ আইসি ব্যাংক উপশাখা কার্য্যালয়ে গ্রাহক, ব্যবসায়ী ও সুধীজনদের নিয়ে প্রতিবেশী উৎসবের আয়োজন করা হয়েছে।
প্রতিবেশী উৎসবে বাসাইল উপ শাখা ইনর্চাজ মোঃ রাসেল মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের করটিয়া ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ ফাহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল কৃষি অফিসার মোঃ শাহজাহান আলী, চ্যানেল আই’য়ের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের অফিসার শুভ চন্দ্র সাহা, ঊর্মি আক্তার প্রমুখ।
এসময় আমন্ত্রিত অথিতিদের নানা রকম শীতকালীন পিঠা পরিবেশন করা হয় ।