ঈদুল ফিতর উপলক্ষে গরিব-অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আদাজান কল্যাণ ফাউন্ডেশন।
বুধবার (১৯ এপ্রিল) সকাল থেকে আদাজান সহ পাশ্ববর্তী গ্রামের শতাধিক গরীব-অসহায়, নিম্ন মধ্যবিত্ত ও দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে চাল, চিনি, তেল, সেমাই, সাবান পৌছে দিয়েছেন আদাজান কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা।
ইদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আদাজান কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলী, সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আদাজান কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জাকির হোসেন জানান, মানব সেবাই আমাদের মূল লক্ষ্য। আদাজান গ্রামের প্রবাসী, উপদেষ্টা ও সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় গরীব, অসহায়, দুস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আশা রাখি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।