পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা ’ এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
রবিবার(৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দিকে উপজেলা পরিষদের হল রুমে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাসাইল উপজেলা শিক্ষা অফিসার মতিউর রহমান খান, বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বিথী,উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল কাদের মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মীর মোশাররফ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।