টাঙ্গাইলে বাসাইলে ইফার উদ্যোগে সরকারি যাকাত ফান্ড থেকে ২২ জনকে ছয় হাজার টাকা করে মোট এক লক্ষ্য বত্রিশ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বাসাইল উপজেলা পরিষদের হল রুমের বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরুখ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওলিদ ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা সমাজসেবা কর্মকতা নূরে লায়লা । বাসাইল উপজেলা ইফার ফিল্ড সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম। বাসাইল উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার মোঃ রাশেদুল ইসলাম, সাধারণ মডেল কেয়ারটেকার মোঃ ইয়াসিন আলী খান সহ যাকাত গ্রহীতা গণ।