টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপিসহ বাসাইল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে মিথ্যা, ভিত্তিহীন ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৪ মে দুপুরে বাসাইলের কাশিল বটতলা এলাকায় উপজেলা আওয়ামীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন বাসাইল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল হুদা খান বাহাদুর, প্রচার সম্পাদক আতিকুর রহমান আতিক, থানা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি জহির আহমেদ জমাদার পিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম গত ৮ তারিখে সংবাদ সম্মেলন করে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপিসহ বাসাইল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে মিথ্যা, ভিত্তিহীন ও অপপ্রচার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলে।