টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই বুথের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এছাড়াও উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ৬০ হাজার টাকার প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট সামগ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না,সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা.মোঃ ফিরোজুর রহমান,উপজেলা আর.এম.ও আবুল কালাম আজাদ ও টেকনোলজিস্টসহ প্রমুখ।