টাঙ্গাইলের বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরুখ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কাশেম মিয়া, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেন, সাংবাদিক, কৃষক প্রমুখ।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সরিষারবীজ ৫৮০০জন, গম ৩০০জন, ভুট্টা ১০০জন, সূর্যমূখী ৫০জন, পেয়াজ ১৫জন, মসুর ৫০জন, খেসারী ৫০জন, মোট ৬২৬৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। যার মধ্যে থাকবে ১ কেজি সরিষার বীজ, ২ কেজি ভুট্টা, ১ কেজি গম, ১ কেজি মসুরা, ১ কেজি খেসারি, ১ কেজি সূর্যমুখী, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার।