টাঙ্গাইলের বাসাইলে ছাত্রলীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (৯ জুলাই) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার ১ নম্বর আসামি বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়ার মা সামিনুর বেগম, ২ নম্বর আসামি সাইদুরের স্ত্রী লিপি বেগম, ৩ নম্বর আসামি শাহেদের মা সাহিদা বেগম, উপজেলা তাঁতীলীগের সভাপতি বদিউজ্জামান বিদ্যুৎ, শ্রমিক নেতা আফাজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ‘ছাত্রলীগ নেতা সাকিব ভালো ছেলে। রাজনীতিতেও এগিয়ে রয়েছে। পরিকল্পিতভাবে সাবিকসহ তিনজনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করা হয়েছে। রাজনৈতিকভাবে তাদের ফাঁসানোর জন্য মামলাটি হয়েছে। সাকিবসহ তিনজন বর্তমানে জামিনে রয়েছে। মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মামলাটি দ্রুত প্রত্যাহার না করলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়া হবে।’