টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের সহযোগিতায় আজ (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ধরণের দশ লক্ষ টাকার স্বাস্থ্য উপকরণ সরবরাহ করা হয়।
সরবরাহকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, জেনারেটর ১টি, অক্সিজেন কনসেনট্রেটর (১০ লিঃ) মেশিন ১টি, অক্সিজেন সিলিন্ডার ট্রলি সহ ১৫টি, নেসাল কেনোলা ৩০টি, অক্সিজেন ফ্লোমিটার ২ টা সহ মোট ১০ আইটেম স্বস্থ্য সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কাজী অলিদ ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহিদা পারভীন, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ শার্লী হামিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার সহ প্রমুখ।
এ সময়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা বলেন জাইকা সহ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কে ধন্যবাদ আমাদের অবহেলিত থানায় স্বাস্থ্য সামগ্রী দেওয়ার জন্য যাহা সাধারণত জনগণের উপকারে আসবে।