“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি আবার ঘরে” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব রফিকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বাসাইল থানার অফিসার ইনচর্জ মোহাম্মদ মাজহারুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান আপেল, ভাইস চেয়ারম্যান জনাব শাহাদাৎ হোসেন খান, সাবেক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুল রহিম আহমেদ। এসময় উপস্থিতি ছিলেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।