টাঙ্গাইলের বাসাইলে তিন দিন ব্যাপী অমর একুশে বই মেলা উদ্ধোধন করা হয়ছে। মঙ্গল (২৭ ফেব্রুয়ারি) সকাল উপজেলা পরিষদ চত্বরে অমর একুশে বই মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন, এই বই মেলা চলবে ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইমলাম। এসময় উপস্থিতি ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম মিয়া, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী মিয়া, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ মেলায় স্টল পরিদর্শন করেন। মেলায় বইয়ের স্টল, খাবার স্টল, প্রেসক্লাবের স্টল রয়েছে।