টাঙ্গাইলের বাসাইল উপজেলার দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ ও চারটি রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার কাশিল, ফুলকি ও কাউলজানী ইউনিয়নের ২টি সরকারি প্রাথমিক বিদ্যালেয়র শ্রেণীকক্ষ নির্মাণ ও চারটি রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়।
রাস্তার শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
এসময় উপস্থিত ছিলেন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান গাউস,বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ,উপজেলা প্রকৌশলী আব্দুল জলিল, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহেল,কাশিল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির খানসহ প্রমুখ।